দিন গুনতে ভালোই লাগে
আকাশ কুসুম ভেবে,
সময় যতই এগিয়ে আসে
বুকের ভিতর কাঁপে।
মানুষ তোমার ইচ্ছেগুলো
নেহাতই সৃষ্টিছাড়া,
যখন চাই তখনই ভাবো
সেটাও ছন্নছাড়া।
মরুর ভেতর বালির ঝড়ে
তপ্ত কবরখানা,
সলাজ বধূ গাঁয়ের পথে
ঘোমটাখানি টানা।
নানান রঙে দিল রাঙিয়ে
জুটি বাঁধার নেশা,
সৃষ্টিশীলের ইস্তাহারে
নতুন আশার দিশা।
হৃদয় নাচে, নাচে লহর
প্রভাত ফেরির গান,
ভোরের আলোয় জাগে শহর
আবার চলমান।
আজকে যেন ভালো থাকার
ইচ্ছেটা খুব বেশী,
মেলছি ডানা উড়ছি আবার
জীবন হাসিখুশি।
থেকো দাদা হাসিখুশি
তুমিই তোমার আনন্দদাতা
লোক বলে যাক যা খুশি---
দুরন্ত দুর্দান্ত লিখেছেন দাদা!!!
জীবন বোধ উথলে পড়ছে কাব্য মাঝে।
ভালো থাকুন সব সময় প্রিয় দাদা।
ভক্তি পূর্ণ প্রণাম জানিয়ে গেলাম আপনার চরণে।
খুবই মুগ্ধ পাঠে।
অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা
সব সময় ভালো থাকুন প্রার্থনা।
ভীষণ ভীষণ সুন্দর হৃদয়গ্রাহী কাব্যিকতা অনুভব।
এমন কবিতা আসরের বর্তমান কবিদের কলমে খুবই কম পাওয়া যায়।
অসাধারণ অসাধারণ!!!
হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন প্রিয় শ্রদ্ধেয় জ্ঞানবান কবি।
আগরতলা কেন যাবেন না প্রিয় শ্রদ্ধেয় কবি?
ভালো থাকুন নিয়ত
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা, প্রিয় কবি।
ভাসুক দিকে দিকে
মনের ভেলা করবে খেলা
নতুন আঙ্গিকে।
অনেক সুন্দর মন খুশি করা ছন্দমুগ্ধ কবিতা, রাশি রাশি ভালোলাগা নিয়ে গেলাম প্রিয় সম্মানিত কবি, হার্দিক শুভকামনা নেবেন।
যখন গুনি দিন,
হৃদের কোণে বেড়ে উঠে
সখ্য প্রীতির ঋণ।
হঠাৎ করেই ডাকে চৌদিক
দুষ্টু ছানা পুষি,
বুঝি এ’ বায় উড়ছে ঘুড়ি
জীবন হাসি খুশি।
অনেক সুন্দর কবিতাটি সম্মানিত কবি!
মুগ্ধতা ও শুভ কামনা রেখে গেলাম অন্তহীণ।
তবেই শ্রেয়
এবার জিও...জীবন বলে চল মারিও...দারুণ ব্যক্ত।
ভালো থাকুন দাদা।অখিল শুভেচ্ছা রইল।
উড়ে চলি নিরুদ্দেশে কোন সুদূরের পানে।
অপূর্ব! অপূর্ব! কবিতা যেন জীবনের জয়গান! অনেক শুভকামনা
অনুপম কাব্য।
যাও উড়ে যাও কবি দূর নিরুদ্দেশে
মনের পাখায় দাও মেলে দাও
মেঘ মেখে নাও খানিক
বুনো হাঁসের সাথে
পাল্লা দিয়ে উড়ো।
ভাল লাগল। ভাল থাকুন ।
রক্তিম শুভেচ্ছা ।
ভালো লাগলো আপনার কবিতা পড়ে।
গেয়ে যান দীপ্তেন্দু কবি মহান...
ঝকাস্*****
জুটি বাধার নেশা,
সৃজনশীলের ইস্তাহারে
নতুন দিনের আশা।
চমৎকার। হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
অবিরাম শুভেচ্ছা ও ভালবাসা রইল।
পাঠান্তে খুবই ভালো লেগেছে হে গুণী জন।
বাস্তব ভাবনায় জীবনবোধক , সুন্দর কাব্যশৈলীতে কাব্য উপস্থাপনা ,মুগ্ধ ।
শুভবৈকাল , প্রবুদ্ধ প্রিয় কবিকে শুভকামনা শুভেচ্ছা অশেষ । ভাল থাকুন সদা ।