মনের ইচ্ছে গুলো জানাতে পারি না,
সত্য কথাগুলো বলার সঠিক সময়টাই হয়ে ওঠে না,
ধৈর্য ধরতে ধরতে, নেপোটাকে ধরতেই পারি না।
প্রণামীর বাক্সে টাকা ফেলার সাথে
জোড়হাতে যে চাহিদাগুলো নিবেদন করি
সেগুলো সব টাটকা ভোরের রোদ্দুরের মতোই হয় কি?
অনন্ত বাসনার স্মৃতি তর্পণ করতে করতেই,
দিনগুলো ঝরা পাতার মতো
ঝেঁটিয়ে জড়ো করে, একদিন আগুন লাগাই
একটা নতুন বসন্ত ভূমিষ্ঠ হবার মিথ্যা প্রত্যাশায়।
জীবনের শেষ রেলগাড়িটা চলে গেছে বহুদিন আগে,
হাত দেখিয়ে থামতে বলিনি, হারানো অধ্যায়কে।