বহিছে বাতাস আনমনা বাতায়নে
কে তুমি বসিয়া অশ্রুসিক্ত প্রাণে?
বাসনা যেথায় রুদ্ধ কারার বীণা
বনসাই সেথা মেলতে পারে না ডানা।
অসীম শক্তির স্বপ্ন পূরণের দায়
শৃঙ্খলাবদ্ধ বৃহৎ অভিপ্রায়,
অহেতুক যত অশালীন পরিচর্যায়
নিভৃত রোদন অনভিপ্রেত পরাকাষ্ঠায়।
লোভ, হিংসার অবিরত বাজে বীণ
তূর্যনিনাদে ক্ষমতা তুলনাহীন,
নিরীহ প্রাণের অযাচিত বলিদান
ধ্বংসযজ্ঞে সংসার খান খান।
মানব জীবনে তবুও জেতার গান
দু হাতে আগলে মৃত্যুঞ্জয়ী প্রাণ,
বিপন্ন জাতির হার না মানার পণ
একজোট হয়ে নিরস্ত আগ্রাসন।
কারা পাশে, আর কারা আছে আশেপাশে,
সনাক্তকরণে পাথর টলানো দায়,
কালের চাকায় নিয়তির পরিহাসে
কেউ চলে যায়, কেউ তো বেঁচেই যায়।
কোন সে চাঁদের অমোঘ আকর্ষণে
জীবন নদীতে জোয়ার ভাঁটার খেলা,
দু পাশের কূলে অপার খুশিতে দোলে
শস্যশ্যামলা সবুজ বসুন্ধরা।
চমতকার আবহ, কাব্য কথা ও উপস্থাপন। অনেক অনেক শুভেচ্ছা ও শুভ সন্ধ্যা, প্রিয় কবি।
শুভেচ্ছা,শুভকামনা নিরন্তর কবি। ভালো থাকুন খুব।
ভালো থাকুন সবসময়
সনাক্তকরণে পাথর টলানো দায়,
চমৎকার অনুভূতির অনন্য জীবনমুখী কাব্য পাঠে মনে দাগ কাটলো ভীষণভাবে শ্রদ্ধেয় প্রিয় বরেণ্য কবি। অপূর্ব উপস্থাপন। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য।
বনসাই সেথা মেলতে পারেনা ডানা...
অপূর্ব। হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
জীবন নদীতে জোয়ার ভাঁটার খেলা,"
এটাই মনে হয়- ধ্রুব সত্য ! মানুষের হাতে কিছুই নেই ।
শুভসকাল , জ্ঞানবান কবির , সুন্দর জীবনবোধের অনুভূবি কাব্য কথা ,মুগ্ধ !
সম্মানিত কবির প্রতি অশেষ আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল সততঃ ।