একঘরে সব তকমা দিলে
সলাজ স্মৃতি হয় ধুসর,
তবুও আগুন জ্বলতে দেখি
আকাশ পথে নিরন্তর।
একটা ছোট ক্ষেপনাস্ত্রেই
ভ্যাবলা ছেলে পগারপার,
পিলপিলিয়ে বাড়ছে জীবন
মাটির নিচের শহরটার।
মানবতার ভেজাল আরক
সব মুলুকেই যাচ্ছে পাওয়া,
স্বার্থান্ধতার রাজপ্রাসাদে
আগ্রাসনের তপ্ত তাওয়া।
ভারি বুটের আওয়াজগুলো
শুনতে শুনতে গা-সওয়া,
শীতের রাতে হায়েনা হাসি
জ্বলছে আগুন বেপরোয়া।
আমার স্বদেশ, ওদের স্বদেশ,
সীমারেখার এপার ওপার,
পৃথিবী জুড়ে মানব জাতি
পায় না কেন সম অধিকার?
কি হয় ভুললে জাতির তকমা?
ধর্ম শুধুই মানবতার,
এক জাতি, এক প্রাণের দাবি
বেঁচে থাকার উত্তরাধিকার।
এটাই শর্ত মানবিকতার
স্বদেশ বিদেশ এক হয়ে যাক
গণ্ডী ঘুচুক সীমারেখার।
এই চাওয়া পূরণ হবে কোনদিন ? গণ্ডী নাই বা ঘুচুক
মানবতাবোধ জাগলেই অনেক !!
অনেক শুভেচ্ছা প্রিয় কবি।
সলাজ স্মৃতি হয় ধূসর,"
মানুষ মাত্রই স্বার্থপ্রেমী-স্বার্থান্বেষী , এটাই ধ্বংসের মূল । যাঁরা এর উর্ধ্বে, তাঁরা মহান !!
বিজ্ঞকবির জ্ঞানবান সুন্দর শৈলীতে মানবতাবাদী কাব্যে- মুগ্ধ ।
শুভবৈকাল , প্রবুদ্ধ প্রিয়কবিকে শুভকামনা , শুভেচ্ছা জানাই । ভাল থাকুন সদা ।
কবির কালিতে ফুটে উঠেছে মানবতার বিলুপ্তির পথ থেকে ফিরে আসার চাওয়া।
হার্দিক শ্রদ্ধা ও শুভকামনা জানবেন সম্মানিত প্রিয় অগ্রজ কবি।
অনাতিকাল থেকে চলে আসছে ক্ষমতার এই মাদকতা। এর শেষ কোথায় কেউ তা জানে না। কখনো ধর্মের নামে, কখনো ক্ষমতার লোভে চলছে এ ধ্বংসযজ্ঞ ।
এটাই এই পৃথিবীর ভবিতব্য। ধন্যবাদ দাদা সুন্দর কবিতার জন্য।
দুর্দান্ত কবিতা লিখেছেন দাদা🙏
আরও লিখুন এবং ভালো থাকুন সবসময়।
প্রণাম জানবেন ছোট ভগিনীর।
সুপ্রভাত
অনন্য প্রকাশ।
দারুন ছন্দে এগিয়ে যাবার ডাক
পরান মাছি দিয়েছে হাঁক।
ভাল থাকবেন । রক্তিম শুভেচ্ছা ।
তবুও আমরা আশাবাদী থাকি, যদিবা পৃথিবী হয় শান্তিময় আবাসভূমি।