সবাই বলতে চায়,
তীক্ষ্ণ যুক্তি, প্রতিযুক্তির সঙ্ঘাত
আছড়ে পড়ছে আকাশে বাতাসে।
প্রত্যেকেই দাবী করছে, সে নিষ্কলঙ্ক,
অথচ কিছুতেই মিলছে না অঙ্ক,
ঘটনা ঘটেই চলেছে চক্রবৃদ্ধিহারে।
ক্যানসারগ্রস্থ সমাজ কেন হলো
সেই প্রশ্ন কি বেশী জরুরী?
যে মুখোশধারী শকুনগুলোর চোখ
অবিরত চকচক করে,
তাদের চিহ্নিত করা কেন দুরূহ?
আমরা সত্যিই কি চাই, নিষ্পাপ সমাজ?
আগে নিজেদের প্রশ্ন করতে হবে:
অবৈধ, অসাধু পথে অর্জনের প্রলোভন
পারবে কি করতে বর্জন?
যারা পারবে, এগিয়ে চলো দুর্নীতির শিকড় উপড়ে,
সাথে থাকবে অগণিত সাচ্চা মানুষের জনসমর্থন,
আকাশে, বাতাসে মুখরিত হবে মুক্তির জয়গান।
এখানেই থেমে যেও না,
উর্বর জমিতে নির্ভীকতার বীজ বপন করে,
উৎপাদন করতে হবে সুস্থ সামাজিক দায়বদ্ধতা,
গঠন করতে হবে স্বচ্ছ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা।
এগিয়ে এসো কর্মবীর, ইতিহাস সাক্ষী থাকবে।