এক একটা রাতজাগা সময়
পিঁপড়ের মতো হাঁটে,
পাখনা গজালে
পুড়ে মরে অভিপ্সার আগুনে।
পৃথিবীটাই এখন বিভক্ত,
কিছুটা স্বর্গ, আর অনেকটাই নরকে।
নরকের আগ্নেয়গিরির উদ্গীর্ণ লাভাস্রোতে
স্বর্গ আর কতদিন বাঁচবে?
ঘরপোড়া গরুরা, শুধুই দৌড়ে মরে,
লাশের পর লাশ জমলেও
জনসংখ্যার নিরিখে নিতান্তই নগন্য,
অস্ত্রের ব্যবসায় মুনাফাই অগ্রগণ্য।
মুষ্টিমেয় কয়েকটি পাঁচমিশালী অভয়ারণ্য,
নিমেষে নিশ্চিহ্ন হবার তালিকায়,
কেউ আগে, কেউ পরে,
দামামা বাজছে, তারা কি শুনতে পাচ্ছে?
অনেক লিখুন এবং ভালো থাকুন সবসময় প্রিয় কবি দাদা🙏
আশা করি কুশলে আছেন।
শ্রদ্ধা নিবেদন করে গেলাম আপনাকে ।
শুভ বৈকাল
অনেক শুভেচ্ছা, প্রিয় কবি। শুভ সকাল।
শুভেচ্ছা সতত,নিরন্তর শুভকামনা কবি।শুভ সন্ধ্যা।
দারুন উপমায় অপূর্ব উপস্থাপন।
ভাল থাকবেন। রক্তিম শুভেচ্ছা ।
দুর্দান্ত কবিতা। অনুভূতি অনেক গভীরে। অনেক শুভেচ্ছা রইলো প্রিয় কবি।
ধন্যবাদ কবি।
শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
তারই সুন্দর রূপ কাব্যময় প্রকাশ ,মুগ্ধ !
শুভসকাল ,হার্দিক শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবিকে । ভাল থাকুন সদা ।