এক একটা রাতজাগা সময়
পিঁপড়ের মতো হাঁটে,
পাখনা গজালে
পুড়ে মরে অভিপ্সার আগুনে।
পৃথিবীটাই এখন বিভক্ত,
কিছুটা স্বর্গ, আর অনেকটাই নরকে।
নরকের আগ্নেয়গিরির উদ্গীর্ণ লাভাস্রোতে
স্বর্গ আর কতদিন বাঁচবে?
ঘরপোড়া গরুরা, শুধুই দৌড়ে মরে,
লাশের পর লাশ জমলেও
জনসংখ্যার নিরিখে নিতান্তই নগন্য,
অস্ত্রের ব্যবসায় মুনাফাই অগ্রগণ্য।
মুষ্টিমেয় কয়েকটি পাঁচমিশালী অভয়ারণ্য,
নিমেষে নিশ্চিহ্ন হবার তালিকায়,
কেউ আগে, কেউ পরে,
দামামা বাজছে, তারা কি শুনতে পাচ্ছে?