জাহান্নামের রাস্তা ধরে
যাচ্ছিস কেন হেঁটে?
তুই একা নয় অনেকেই তো
চলছে সাথে সাথে।
কেউ কেউ তো সেঁটেই আছে
কেউ ধরেছে হাত,
কেউ বা পিঠের বোঝা হয়েছে
পরজীবীর ধাত।
বাইকে চড়ে, ফেট্টি বেঁধে
জানিস কোথায় যাস?
পালের গোদার ইচ্ছে হলেই
ছড়িয়ে দিবি ত্রাস।
দাবা খেলার বোড়ে যে তুই
তুই তুরুপের তাস,
বিপদে তোর আকাশ ফাঁকা
করবি রে হাঁসফাঁস।
বিষাক্ত সাপ শান্ত মাথায়
ঢালছে কানে বিষ,
তাদেরই তুই পাঠিয়ে যাচ্ছিস
আখরোট কিসমিস।
নিজেই নিজের গর্ত খুঁড়ে
তাতেই করবি বাস,
বুনো মোষের গুঁতোয় দেখবি
সর্ষে ফুলের চাষ।
প্রিয় কবি কে ফাগুনের প্রাণঢালা ভালোবাসার শুভেচ্ছা।
আন্তরিক শুভেচ্ছা জানবেন ,কবি বন্ধু।
ভীষন ভালো লাগলো প্রিয় কবি।
সমকালীন সমাহ ভাবনার অনন্য এক দলিল।
তুলো দিয়েছে কানে
নিজের পায়ে কুড়াল মেরে
কে কার কথা মানে!
ওদের ভয় নেই পরাণে,
চামচামিটা শুধু জানে
বুঝে না ভবিষ্যত কোনখানে।
রম্যে সুন্দর উপদেশ, মুঠো মুঠো ভালোলাগা রেখে গেলাম সম্মানিত কবি অসংখ্য শুভকামনা জানবেন।
ওদের কানে গোঁজা তুলো
নেতারা যেই ঝুলায় মূলো
খুশি হয়ে করে অপকর্ম
খোয়ায় আপন রক্ষা বর্ম।
পুচ্ছে ঢোকে শক্ত বাঁশ
তারপর করে হাঁসফাঁস।
ভীষণ ভালো লাগলো গুণী কবি। ভালো থাকুন সবসময়।
আরও লিখুন এবং ভালো থাকুন সবসময় প্রিয় দাদা🙏
শ্রদ্ধা জানবেন আমার।
সুপ্রভাত
প্রিয়কবির , সুন্দর, রম্য জ্ঞানবোধের ছন্দ কাব্য কথায় মুগ্ধ ।
শুভসকাল , শুভেচ্ছা জানাই প্রবুদ্ধ প্রিয়কবিকে , ভাল থাকুন সদা ।