নতুন ভাবে সবকিছুই
নতুন করে চাই,
নতুন করে সবাই মিলে
ভালো থাকতে চাই।
জমানো সব দ্বন্দ্বগুলো
আজ প্রভাতে অতীত হলো,
বলছে সবাই ডাইনে বাঁয়ে
ভালো থাকতে চাই।
আশা নিরাশার দোলাচালে
ডুব দিয়ে মন মুক্তো তোলে,
হারিয়ে গিয়ে তাল বেতালে
ভালো থাকতে চাই।
বসন্তের এই সমাপনে
গ্রীষ্ম ঋতুর আবাহনে
নতুন সুরের গানে গানে
ভালো থাকতে চাই।
নববর্ষের অঙ্গীকারে
শান্তি আসুক ঘরে ঘরে,
অহেতুকের শিকল ছিঁড়ে
ভালো থাকতে চাই।
[ আসরের সমস্ত কবিবন্ধু ও পাঠকদের জানাই শুভ নববর্ষ ১৪৩১ এর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ]
খুব সুন্দর লিখেছেন কবি।
অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা রইলো।
সেই সাথে পপরিবার-পরিজন নিয়ে নিরাপদ এবং ভালো থতাকুন এই দোয়াও।
শুভ জন্মদিন কবি
অপূর্ব পরিবেশনা।
কিন্তু? এতদিন তোমার দেখা নাই।
ভালো আছো কেমন আছো জানতে বড় ইচ্ছে করে।
রক্তিম শুভেচ্ছা ।
“ভালো থাকতে চাই” এই চাওয়া এই যুগের শ্রেষ্ঠ চাওয়া! নানা কারণে ভালো মানুষরাও যখন ভালো থাকতে পারছে না, তখন কবির কলম রেখে গেলো ভালো থাকার জোড়ালো দাবি।
মনছোঁয়া কথামালা ও অনন্য সুন্দর উপস্থাপনায় আপনার এই সৃজন পাঠে বিমোহিত আমি। অবিরত শুভেচ্ছা কবি বন্ধু। সতত ভালো থাকুন।
খুব সুন্দর লিখেছেন!
আরও অনেক লিখুন এবং সুস্থ হয়ে থাকুন সবসময়।
নব বর্ষের শুভেচ্ছা রইল সাথে শ্রদ্ধা নিবেদন করে গেলাম আপনাকে।
জীবন জুড়ে স্বপ্ন টানে
এগিয়ে যাবো সমুখ পানে
এদেশ যেন আমায় চেনে।
সুন্দর পরিবেশন।
শিকল ছিড়ে বাঁচতে যাওযার গান। নতুন দিনে সবচেয়ে বড় চাওয়া। খুব সুন্দর প্রিয় কবি। অনেক শুভেচ্ছা রইলো।
প্রিয় কবি কে বাংলা নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা। শুভ সকাল।
অপূর্ব ! মনেধরা জীবনবোধের বিবিধ ছড়া কাব্য কথা , মন ভরে গেল, মুগ্ধ ।
শুভবৈকাল ,প্রবুদ্ধ প্রিয়কবিকে শুভনববর্ষের শুভকামনা, শুভেচ্ছা জানাই । ভাল থাকুন সদা ।
দারুণ চাওয়া..
ভালো থাকুন প্রিয় কবিবর।
অনেক অনেক অভিনন্দন রইলো সম্মানিত কবি।