একটা যন্ত্রণা ছিল
মনের ভেতর, দুর্দম অনমনীয়,
তারই ডালে বসে কোনও অভাজন
অশ্রু ঝরাত অবিরত।
আশাহত মন করে সন্ধান
পুরাতন অভিমান,
অথবা গভীর নিম্নচাপের
না পাওয়ার অভিধান।

মরীচিকা ডেকে, বলে হেসে হেসে,
অহেতুক অভিলাষ?
জীবন মরুর প্রতি ক্ষণে ক্ষণে,
সঞ্চিত হা-হুতাশ।
চাওয়া না পাওয়ার গরমিলে মিশে,
অনন্ত দীর্ঘশ্বাস,
হাসিমুখে বিষ যারা নেয় শুষে,
তারাই শাবাশ শাবাশ।

মনোদিগন্তে পরিযায়ী পাখি,
অবিরত দেয় হানা,
উদাসী বাউল একতারা সাথী,
চঞ্চল আনমনা।
আপনার জন হয় কয়জনা?
কারা করে আনাগোনা?
মানব জীবনে সুখের বাসনা
ঝাপটায় শুধু ডানা।