আমি ভালই আছি
খারাপ তো নেই, কে বলল?
ভালোই আছি, শুয়ে বসে কবিতা লিখে,
মনের যত যন্ত্রণা সব উগরে দিয়ে,
ইচ্ছে মনের জানলা খুলে পালিয়ে গিয়ে,
ভালোই আছি।
শুধোয় সবাই, কেমন আছেন?
একটু হেসে ভালো বললেই পূর্ণ আশা,
বিস্তারিত শোনার সময় তাদের কোথা?
জীবন মানে নীল সমুদ্রে ভাসে ডিঙি,
সেই ডিঙিতেই দুলতে দুলতে বলছি আমি,
ভালোই আছি।
শুকনো গাছে, নতুন পাতার ফিস্ফিসানি,
কোকিল ডাকে, বিধুর মনে ধুকধুকানি,
আকাশ পথে, কাটা ঘুড়ির ছটফটানি।
নয়ন ভরে দেখি জগৎ আনন্দময়,
রঙধনুষের রঙ নিয়ে তাই লিখছি আমি,
ভালোই আছি।
কোথায় যেন হিতের ঘরে বজ্রপাত,
কার বিহনে হৃদয় জুড়ে রক্তপাত,
অতিত যদি বর্তমানের দোরগোড়ায়,
দীঘল নয়ন, নীরব ভাষায় জবাব চায়?
আবছা আলোয়, কি দেব তার জবাব খানি,
চাইবে কি সে শুনতে, আমি ভালোই আছি?
শুভকামনা,শুভেচ্ছা নিরন্তর কবি।
কেহ বা কাহাকে
মাঠে বাঁটে ফাঁকে
গলির আঁকেবাঁকে
আমি কেমন আছি !!
হয়তো জেনে গেছি আমি
এ প্রশ্ন নয় দামী
শুধোয় পথগামী
মানুষেরা শুধুই
মিছিমিছি।
অপূর্ব কবিতা। খুব খুব ভালো লাগলো প্রিয় কবি। অনেক শুভকামনা।
আপনার প্ল্যাটফর্ম আমাকে ম্যালা বক্ বক্ করায়। আর আপনিও আমাকে অনেক সহ্য করেন, My Captain. গভীরভাবে কৃতজ্ঞ। আমার নিজের স্বার্থে আমি চাই আপনি সবসময় ভালো থাকুন, সম্মানিত কবি।
ভীষণ ভালো লাগলো প্রিয় দাদা!!
আপনিও খুব ভালো থাকুন আর লিখুন।
শ্রদ্ধা পূর্ণ প্রণাম জানবেন ছোট বোনের।
শুভ রাত্রি।
অফুরান শুভেচ্ছা ও ভালবাসা রইল।
ভালই আছি ।"
খুব সুন্দর ছন্দ ও সুন্দর শৈলীতে, ভাবধারায় সুন্দর মনের জীবন ও বিরহ কথা ।
জ্ঞানবান, কাব্য , "আমি ভালই আছ" , প্রকাশ ,মুগ্ধ !!
হার্দিক শুভেচ্ছা ও শ্রদ্ধা, প্রবুদ্ধ প্রিয়কবিকে । ভাল থাকুন সদা ।
মনের ভিতর প্রশ্ন ছিল
বলব কি বলবনা ভাব ছিল।
তুমিই তোমার জবাব নিজেই দিলে
আমি ভালই আছি। অঙ্কটা মিলে গেল।
ভাল থাকবেন । রক্তিম শুভেচ্ছা ।
তবুও মুখে হাসি রেখে ভালো আছি বলতে সবাই ভালোবাসে...ভালো আছির সুন্দর বাহানা...জীবনকে নানাভাবে হলো জানা।
ভালো থাকুন দাদা।অসীম শুভেচ্ছা রইল।