গতকালও হাম্বা ডেকে
হালুম হলাম আজকে,
চুরির দায়ে দিলাম হাজতে
নিজেরই মাসতুতো ভাইকে।
এখন আমার সাত খুন মাফ
গড ফাদারের কৃপাতে,
আইন আদালত নিয়ম কানুন
চলছে তাঁরই ইঙ্গিতে।

ময়দানে চালু নানা রাজনীতি
আসলে নীতির ঢেঁকি,
পাশবিক মনে দেয় ঘৃতাহুতি
নিয়ম কানুনটা মেকি।
মাইকে মাইকে শুধু বিজ্ঞাপন
তোতা বানাবার ফন্দি,
বিহ্বল হয়ে সুবিধা বেছেছি
উপঢৌকনে বন্দি।

রইল ঝোলা চলল ভোলা
যখন যেমন ইচ্ছে,
ক্ষমতার লোভই করছে খেলা
জনগণ তাই বলছে।
গোপনে তবুও রাখি যোগাযোগ
বাকিরা ফেলনা নয় তো,
পালা বদলের ছাড়ি না সুযোগ
আসলে আখেরটা আমারই তো।



[শ্রদ্ধেয় কবি শ্রীযুক্ত গোপাল চন্দ্র সরকারের ব‍্যঙ্গ কবিতায় উদ্বুদ্ধ হয়ে, আমার এই সামান‍্য প্রচেষ্টা।
তাই কবিতাটি আমার প্রিয় কবি, শ্রীযুক্ত গোপাল চন্দ্র সরকার মহাশয়কেই উৎসর্গ করলাম।]