গতকালও হাম্বা ডেকে
হালুম হলাম আজকে,
চুরির দায়ে দিলাম হাজতে
নিজেরই মাসতুতো ভাইকে।
এখন আমার সাত খুন মাফ
গড ফাদারের কৃপাতে,
আইন আদালত নিয়ম কানুন
চলছে তাঁরই ইঙ্গিতে।
ময়দানে চালু নানা রাজনীতি
আসলে নীতির ঢেঁকি,
পাশবিক মনে দেয় ঘৃতাহুতি
নিয়ম কানুনটা মেকি।
মাইকে মাইকে শুধু বিজ্ঞাপন
তোতা বানাবার ফন্দি,
বিহ্বল হয়ে সুবিধা বেছেছি
উপঢৌকনে বন্দি।
রইল ঝোলা চলল ভোলা
যখন যেমন ইচ্ছে,
ক্ষমতার লোভই করছে খেলা
জনগণ তাই বলছে।
গোপনে তবুও রাখি যোগাযোগ
বাকিরা ফেলনা নয় তো,
পালা বদলের ছাড়ি না সুযোগ
আসলে আখেরটা আমারই তো।
[শ্রদ্ধেয় কবি শ্রীযুক্ত গোপাল চন্দ্র সরকারের ব্যঙ্গ কবিতায় উদ্বুদ্ধ হয়ে, আমার এই সামান্য প্রচেষ্টা।
তাই কবিতাটি আমার প্রিয় কবি, শ্রীযুক্ত গোপাল চন্দ্র সরকার মহাশয়কেই উৎসর্গ করলাম।]
খুব-খুব ভালো লেগেছে ধন্যবাদ।
শুভেচ্ছা, শুভ কামনা ।
আপনার জন্য একরাশ শুভকামনা রইল।
ভালো থাকুন, সুস্থ থাকুন শ্রদ্ধেয় কবি।
অফুরান শুভেচ্ছা ও ভালবাসা নিরন্তর।
হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
শুভকামনা নিরন্তর কবি।
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা, প্রিয় কবি।
অনেক শুভ কামনা জানাই--------
অন্তরেতে আমি এক শিয়াল বটে
বাহিরিতে পড়েছি বাঘের ছাল।
হুক্কা হুয়া ছেড়ে করি হালুম হুলুম
জনগণ মজা পাবে, সব জানে মহাকাল।,
ভালো থাকুন। রক্তিম শুভেচ্ছা ।
দুর্দান্ত লিখেছেন প্রিয় দাদা!
ভালো থাকুন আর লিখে চলুন।
শ্রদ্ধা পূর্ণ প্রণাম জানিয়ে গেলাম।
অবিরাম শুভেচ্ছা ও ভালবাসা রইল।
সুধী প্রিয়কবিকে অশেষ শ্রদ্ধা , ভাল থাকুন সদা ।
উৎসর্গ শ্রদ্ধেয় কবি গোপাল চন্দ্র সরকার।
আনন্দিত হলাম। যথাযথ উৎসর্গ।
শুভকামনা অনিঃশেষ প্রিয় কবি।