"তোমার ওপর গুণের কথা দিকে দিকে শুধু শুনি
হে মহাজ্ঞানী হে পাদুয়ার সাধু আন্তনী
বিশ্ববাসীর অগ্র যাত্রায় এ ভবে তুমি পুণ্যবান
হৃদয়োল্লাসে চিত্ত আজি তব জাগ্রত মনপ্রাণ।

যীশুর সাক্ষ্য লয়ে অকুল সাগরে তুমি
তৃষিত নিপীড়িতে সঞ্চিত আলো তুমি
আলোকিত জ্ঞান ভাণ্ডার হতে লক্ষ-কোটি হৃদ আসনে
তুমি দিয়ে যাও আলো সবার পাপিষ্ঠ এ ভুবনে।

শান্ত এই ক্ষণে চেয়ে দেখ একবার
রক্ত গঙ্গায় স্রোতধারা শানিত তরোবার
আবার করো জাগ্রত হে বিশ্ব মানব হৃদয়গুলোকে
ক্ষণিকের মিথ্যা চূর্ণ করে দাও এক পলকে।"

                                    
                                        মেরীল্যান্ড, ইউএসএ