ভিক্ষুক পথে ভিক্ষে মাগে
মাফ চেয়ে দূরে রই,
ভিক্ষার রাজ্যে সবার ওপর
আমার নামটি ঐ !

ঘুষের নাম ভিক্ষা করেন
মন্ত্রী-আমলার দল,
চার্চে-মঠে ভিক্ষা মাগি
দাও হে প্রভু বল।

গুরুজনে নত হয়ে
ভিক্ষে আশীর্বাদ,
দীন বেশে মাজার ঘুরে
কাটাই সারা রাত।

টাকা-বিদ্যা-বাড়ি-গাড়ি
ক্ষণিক ভোগের সব,
জন্ম থেকে মৃত্যুবধি
দাও হে দাও হে রব।

গরিব-মিসকিন আমরা সবে
সব কিছুই নকল,
দিনের শেষে তুমি-আমি,
একটি ভিক্ষুক দল!

মেরিল্যান্ড মে ২৫, ২০২৪