যে ঘাটে তব পবিত্র পুণ্য ভূমের আলো
ভেঙে দিওনা তুমি নিষ্ঠূর কষাঘাতে,
যে ঘাট পবিত্র জল সিঞ্চনে সিক্ত
ভিজিয়ে দিওনা তুমি চোখের নোনা জলে,
যে ঘাটে অনন্ত সুখের নরম বিছানা
মাঝির কাব্য লগন, তোমার সুরধারা
তবে চলে এসো তুমি ভোরের ভৈরবে।
পালে লাগে দোল সন্ধ্যার মোমের শিখায়,
আকাশে জোছনার স্নিদ্ধ নরম পরশে
বৈরিতা ভেঙে বৃষ্টি ভেজা শান্ত কুটিরে
কাব্যিক মালা- গানের হাজারো সুর-সুধায়
তুমি চলে এসো চেনা ঘাটের নিলয়ে।
যাবে দিন যাবে, সময়ের পাটাতনে,
হলুদ বসন্তে শাড়ির ভাঁজে ভাঁজে
না বলা গানের অংকিত চিত্রকল্পে
কল্পনা উঠবে জেগে কবিতার চিত্রপট।
আঁচলের বিছানায় একটি আহ্বান-
চলে এসো তুমি ক্যানভাসে আঙিনায়।
নেই শঠতা, নেই ভেদাভেদ, নেই অভিমান খেলা,
নীলাভ জলে ঘাটে বাঁধা তরী
তব কেন উপেক্ষা অবচেতন মনে
ময়না দেবীর কোমল মননে?
ধুয়ে যাক গানে, ধুয়ে যাক কাব্যে
আসুক ফিরে প্রাণে, ঘাটের কুটির ধ্যানে
কণ্ঠে উঠুক বেজে-
'চলে এসো তুমি কবির নৌকার সনে। '
ফেব্রুয়ারি, ৫,২০১৮