চেনা যায় কিন্তু জানা দায়
দ্বন্দে পড়ি সব সময়,
সাধু সাজার তকমা নিয়ে
ওর,সম্মান ও টাকা কামায়!
যাবে যাবে তবু যাবে না চলে
বলি বলে হয়নি বলা,
ফলের বাজার ঘুরিয়ে ফিরিয়ে
দেয়নি কিনে কেউ কলা !
লাভের আশায় লোভীগুরু দল
চক্রাকারে বাড়ায় সুদ,
দোহন করেছি জাল দিয়েছি
খেয়ে নিচ্ছে সর-দুধ।
রাসেল ভাইপার চারিদিকে আজ
বংশ বৃদ্ধি প্রতি ক্ষণে,
মানুষ রূপী ভাইপার দমাতে
প্রতিবাদ কেন মনে মনে?
মেরিল্যান্ড জুন ২৬,২০২৪