সকালের সোনালী রোদ্দুরে
অভিমানী মনগুলো গলে যাক
তপস্যার গহীন নোনাজলে।
নীলাকাশের এক খন্ড শুভ্রতা
উষ্ণতার আচ্ছাদনে মৌন মিছিলে
আছড়ে পড়ুক রোমাঞ্চিত ক্ষণে।
পাখিদের বাসায় কোন এক বিকেলের
চায়ের আড্ডায় চুমুকে চুমুকে কবিতা
সুর মেলাবে তাল-ছন্দের পরতে।
অঙ্গে জড়িয়ে থাকা নীলাভ কিংবা হলুদ বসন্ত
আঁচলের পাল উড়াক ভালো লাগার
সান্ধ্য দমকা হাওয়া।
জানালার ভিতরে বই, টেবিলে উৎসুক মন,
গুড়ি গুড়ি বৃষ্টি ডেকে বলুক না-
'এসো ভিজি কবিতার সনে দিবানিশি!
দেয়ালের ক্যানভাসে রৌদ্রস্নাত সবুজ,
ছোট নদী, ময়নার ঘাট, এলোকেশী চুলে
সৌরভ ছড়িয়ে যাক চেনা দেবীর আগমনে।
মার্চ ২৩,২০১৮