এক দাড়ি-কমায় আমাদের বসবাস।
চৈত্রের তীব্র দহন নিংড়ে একফোঁটা উষ্ণতা
এবং শীতলতার ছায়া তুমি ছিলে এক বিকেল।
সকালের রোদ্দুরে গায়ে মাখি তোমায়
বিকেলের ফোনালাপে চায়ের তৃষ্ণা মিটিয়ে বলি-
এসো সুধা করি পান অবসাদ বিলায়ে।
ক্ষণিকের তটে নিমগ্ন স্বপনে তোমা বিনে
দেয়াল ঘটির টিকটিক শব্দ হৃদ স্পন্দনে
থমকে থাকে অমাবশ্যার নিকষ কালো রাত।
ফিরে এসো হে জোছনা আপন আলয়ে
হোকনা কবিতা-গান নিত্য বাসর ভোরে,
লাল পিরণে দু'হস্ত জড়ায়ে।
সম্মুখে বিস্তর প্রান্তর তব, উষা দাঁড়ায়ে।
ভেসে যাই, মিশে যাই হিসাবের
অন্তর মম অন্তরে।
ডিসেম্বর ১, ২০১৮
সিলভার স্প্রিং