সময় এখন হাতের মুঠোয়,
উড়াল পথে চলি,
দেশটি আমার পাল্টে গেছে
সেই গল্পটি বলি।
এক্সপ্রেস লেনে চলছে গাড়ী
অটো নিচ্ছে টাকা,
উন্নয়নের পাল ঊড়ছে
যায় না চেনা ঢাকা!
ঢাকার মানুষ খুলনা যাবে
তিন ঘন্টার পথে,
পদ্মা সেতু বেঁধে দিল
সময় তোমার হাতে।
তিনশ ফিটে যাচ্ছি বাড়ী
আমার কালীগঞ্জ,
টংগী ঘাটে থমকে আছে
উলুখোলার লঞ্চ!
নারী এখন কথা বলে
জাতীয় সংসদে,
ডিসি নারী, এসপি নারী
আছেন নানা পদে।
কেন দোষী বারে বারে
সরকার ভালো না?
জনগণই আসল সরকার
এবার বলুন হ্যা।
জাতীয় সম্পদ ব্যবহারে
হব সচেতন,
কর ফাঁকি বন্ধ হলে
হবেই উন্নয়ন।