হাজার বইয়ের পিতা আমি
লেখায় পাকা হাত,
নতুন তুমি, কাঁচা তুমি!
লেখায় নিচু জাত!

তত্ত্ব কথা ব্যক্ত করেন
বোদ্ধা লেখক মিলে,
করুক প্রকাশ নব্য লেখক
খাব জলে গিলে!

ফ্রিতে উড়াল দিয়ে আসেন
দশেক মনের বই,
মেলায় এসে চেঁচায় হেসে
প্রবাস কবি কই?

মিনিট মেপে কাজের শেষে
ক্লান্ত হয়ে বাড়ি,
গভীর রাতে তারা হয়ে
লিখি না হয় পড়ি।

যা খুশি তাই ভাবতে পারেন
লিখব পাতা ভরে,
লেখক মাপার যন্ত্র ভেঙ্গে
ফেলে রাখুন ঘরে।

মেরিল্যান্ড মে ২৯, ২০২৪