মানুষ এমনও হয়!
বই বিক্রির হাটে, মেধা বিলিয়ে
একবিংশ শতাব্দীর এক আদিম মানুষ।
মুখের ভিতরে তেঁতো গন্ধ
ওষ্ঠে মিষ্টি হাসির রশিতে
বাক্যের নির্লোভ বাণীতে, শ্রবণে
আগামী দিনের এক ঝাঁক পৃথিবী।
কারা দেখায় স্বপ্ন? কারা দেয় আশা?
জানার অদম্য বাসনা বুকে নিয়ে এক পথিক
এক জায়া, এক ভালোবাসা।
দেখা মিলে তার, রোমাঞ্চিত ক্ষণে
এক স্বপ্ন বুনন সত্ত্বা, বেহিসেবি ভালোবাসা
দিন-মাস-বছর।
মেধার মিলন ঘরে-
চক, পেন্সিল, বই,
বাক্যের পরে বাক্য,স্বপ্নভ্রমে মানুষ,
অতপর তুমি-
মেধার বিপরীতে পেশী!
স্বপ্ন ভঙ্গের নদে মিশে যায় আশা
নিরাশায় ভেলায় আশার ঘাটে নোঙ্গর।
তুমি, হারতে হারতে জিতে গেলে।
তুমি বিজয়িনী।
মার্চ ১, ২০১৮