তেলের মাথায় তেল যে ঢালী
কৈয়ের তেলে কৈ,
সহজ শিক্ষা চাটা-চাটির
লিখব একটা বই।
চুরি-বিদ্যা পাশ করেছি
দশের মধ্যে দশ,
ভোমরা সেজে পরের বনে
খাচ্ছি বসে রস।
খাদ্য ভেজাল-শিক্ষা ভেজাল
ভেজাল সর্ব অঙ্গে,
রক্ত ভেজাল শিরায় শিরায়
পূর্ব-পশ্চিম বঙ্গে।
খালি কলসি বাজে বেশি
ভরা কলসি কই?
তেল মাখিয়ে বুদ্ধিজীবী
একা পড়ছে বই!
তাই, চারিদিকে হৈ চৈ !