স্মৃতির এলবাম জমছে ধুলো
সাদা কালো মুখে,
বাক্স বন্দী ছবির কথা
বুকে থাকুক সুখে!
গত নতুন আজ ইতিহাস
বিনি সুতার মালা,
অবাধ প্রবেশ খোলা দ্বারে
নোটিশ বিহীন তালা!
ভুলের কাঁথায় নকশী আঁকা
হোক না পুরাতন,
কোলবালিশে হাতড়ে বেড়ায়
অবচেতন মন।
রবি রাগের ভোরের পাখি
ছুটির নিমন্ত্রণে,
সময় ঘড়ি বলুক কথা
নীড়হারা নির্জনে!
মেরিল্যান্ড এপ্রিল ১,২০২৪