তুমি এখন ব্যস্ত ভীষণ
বলা হয়নি কথা,
ইচ্ছেগুলো বুকের ভিতর
সুপ্ত জমা ব্যথা।

চাঁনখোলা সেই স্কুলের  পাশে
বুকে চেপে বই,
হয়নি মুখে প্রেম নিবেদন
সঙ্গী ছিল সই!

ত্রিশ বছরে পাল্টে গেছি
পথ্য নিয়ে চলি,
শুকনো গাছে ছাল ওঠেছে
আর আসেনা কলি।

ফেসবুকেতে ছবি দেখি
সঙ্গে পোলাপান,
শুঁটকি থেকে মুটকি হলে
এ নয় কিন্তু ফান!