ওরা জ্বলে, ওরা বলে,
ওরা দলে দলে,
সুবোধ ফেলে, নির্বোধ মিলে
সাঁতরে ঘোলা জলে।
দেখে না কেউ, পড়ে না কেউ
অকারণে ঘেউ ঘেউ,
কান খেয়েছে, চোখ খেয়েছে
ফ ফ ফ ফেউ!
পড়তে হবে, জানতে হবে
জানার নাই তো শেষ,
জ্ঞানাভারে নুয়ে পড়ুন
নির্বোধ হবেই নিরুদ্দেশ!!!!