জ্ঞানী ছিলেন গুণী ছিলেন
শোনাতেন কত গীত,
এক নাম চিনি সবে
তিনিই টেপু পন্ডিত।

শিক্ষা দানে গারোদের
লেখা-পড়া শিখাতেন,
গরিবের পাশে থেকে
নানা রোগ সাড়াতেন।

শেষ বয়েস, ফিরে এলেন
আনিজ গ্রাম চড়াখোলা,
ছোটদের লীলা-পালায়
করাতেন নানা খেলা।

এতো জ্ঞানী এতো গুণী
কতটুকু চিনি তাকে?
বুঝ-জ্ঞান হতে হতেই
পরপারে কোন ফাঁকে!

দুংগো পন্ডিত টেপু পন্ডিত
ইতিহাসে নেই স্থান,
লীলা-পালা যুগে যুগে
যাই গেয়ে তাদের গান।

মেরিল্যান্ড জুলাই ৪,২০২৪