বাইরে সূর্যের উষ্ণ সংবর্ধনা!
আগুনের ফুলকি ফুলের বর্ষণ,
মাথা বেয়ে গা এবং পা অবধি,
বাদ যায়নি সবুজ গাছ, ফসলের মাঠ
আমার চিরচেনা ঢাকা শহর!
নিম্ন এবং মধ্যবিক্ত , সংবর্ধনার প্রধান আকর্ষণ!
সময়-অসময়ে নিষ্পেষিত-নিপীড়িত
এবং উর্ধ-নিম্ন চাপের হাতিয়ার।
কখনো কর্মের অভাব, কখনো বাসস্থান,
তারপরেও সূর্যের তীব্র উপহাস!
উচ্চবিত্ত কি জানে কষ্টের বেদনা?
জানে কি ক্ষুধা কাকে বলে?
কিংবা অতিষ্ঠ গরমে এসির বাইরে
একটি নরক যন্ত্রণা আছে?
কিংবা রাস্তায় ঘর্মাক্ত একটি পথ-জীবন আছে?
সূর্য দেবতা, বন্ধ হোক তোমার-
নরকীয় উপহাস, অগ্নি সংবর্ধনা!
অসহায় মানুষ হাসতে চায়
বৃষ্টির কান্নার অঝোর ধারায়।
মেরিল্যান্ড এপ্রিল ২৬,২০২৪