হাতের উপরে ছিল হাত,
রাস্তার ওপারে নিয়নের নিবু আলো,
ভয়,কোলাহল, রোমাঞ্চিত মন, উষ্ণতা
কি অজানা বন্ধনে দীর্ঘক্ষণ!
বইমেলার কবিতার আসরে-
পাশে থাকা ওড়নার ভাজে কবিতা বাঁধে বাসা
শব্দের জোয়ারে, পলকে যেন ঘুমন্ত প্রেম
বাঁধ সয় কি যৌবনা শব্দালংকার?
স্বরবর্ণের ছন্দের আঙ্গিক বাড়ন্ত ঢেউ
আছড়ে পড়ুক জ্বলন্ত লাভায়।
বুক পকেটে দেয়াশলাইয়ের শেষ কাঠি,
ঘামে ভেজা পাঞ্জাবীর নিকোটিনের নির্যাসে
দুঃখের বসবাস! অনিন্দ্রা-অনাহারের কবিতা
শুনিবে কি তুমি, রক্তে কেনা কাঁচের চুড়ির
করুণ ইতিহাস? যতনে রাখা ভাঙা সুটকেস,
ভেনিসের জলে একলা নির্বাসন! সেন্ট পিটাসবার্গের
গলিত জোছনার রাত, অভুক্ত পৃথিবী, নিষিদ্ধ পল্লী,
নির্বোধের কবিতাখানি!
কবির বিবেকের দৃষ্টি সীমানা-
মুখ থেকে বক্ষ অবধি!
চুড়ির আওয়াজ বলে-
'বড্ড দুষ্টু হয়ে গেছো বুঝি!'