শুন্য থেকে বন্য, বন্য থেকে সহস্র মানব,
সভ্যতার আড়ালে দেখি মুখোশের দানব!
আগুন থেকে সিদ্ধ, সিদ্ধ সিক্ত নানা রেসিপি,
ভোজন রসিক বিরস মুখে চিবুই কাঁচা কপি!
গায়ে ছিল ছাল, দিনে দিনে রঙ্গে পোষাকী হাল,
অর্ধেক বক্ষে চোখ ছলছল একি কাপড় নাকি জাল?
মৃগের কস্তুরী সুগন্ধি খোঁজে রমনীর উত্সুক মন,
বিনা মূল্যে অনলাইন জুড়ে নাভী শোবিজে কত জন!
ভাষা ছিল না মুখে, ইশারায় কথা কিংবা চোখে চোখে,
ভাষা এলো মুখে, গালাগাল দিকে দিকে, দুঃখ জমে বুকে!

লোভ ছিল না, লোভী ছিল না, জংলাধারে ছিল বাস,
জমি কিনে ধনী,জমি হারায় ঋণী, বাসা বাঁধে সর্বনাশ!।
কীর্তন শুনি না, উলু ধ্বনি বাজে না, আযানের ধ্বনি ক্ষীণ,
মোবাইল, ফেসবুক, ইঅশ্ট্রাগ্রামে বাজে কুত্সিত বীণ।
বিয়ে বাড়ি বল, মরা বাড়ি বল, সুখ-দুঃখের নাই ছাপ!
চাপ কল পানি, লেবুর শরবত কই? এখন মদের কাপ!
এই সব কথা বলতে মানা, ভয়ে ভয়ে চাই মাপ!

মেরল্যান্ড জুলাই, ১৭,২০২৪