শুভ্রতার বসনে মোড়ানো
একটি নিষ্পাপ মননে
কবিতার অঙ্কিত শব্দমালা
জলছাপ এঁকে দেয় দৃঢ় বন্ধনে।
সব কিছুর ঊর্ধ্বে সম্পর্কের বলিরেখা
স্থায়ী আসনের ঘাটে ছবি আঁকে।
তুমি আমি, আমি তুমি সময়কে করেছি আপন
সাদা,কালো,হলুদ-নীলে অঙ্কিত তুমি
দেবী রূপে সবুজ প্রান্তরে, খোলাকাশে।
সময়ের গতিধারায় ঈশ্বর জানেন,
জীবন-মৃত্যুর মধ্যখানে
নিষ্পাপ তুমি শুভ্র বসনে
সযতনে গড়া সংসারে।
জুলাই ১০, ২০১৮