মেধার জ্বালায় মরছে দাদা
গাধার ডাকে ঘুম হারাম,
রাস্তা-ঘাটে স্কুল খুলিয়া
খেলছে ছুক্কি ও কেরাম।
কথায় কথায় শ্লোগান তুলে
ব্যানার হাতে হুমকি দেয়,
আটো পাশের চাবি চেয়ে
জ্বাল দলিলে স্বাক্ষর নেয়?
সিলেবাসের খেতা পুড়ে
নকল-সুযোগ চায় সে বার,
বলছি তোদের বাদ দে'না সব
লেখা-পড়ার কি দরকার?
মেধা দিনে যাচ্ছে ক্ষয়ে
যাচ্ছে ক্ষয়ে বিবেক-বোধ,
সময় একদিন বলবে কথা
সেদিন নিবেই প্রতিশোধ!
মেরিল্যান্ড, অক্টোবর ১৫/২৪