সবুজ বেশে, ছায়া ঘেষে
আমার বাংলাদেশ,
অন্ধকারের কালো থাবায়
হচ্ছে নিরুদ্দেশ!

মধুপুরে দিনের আলোর
পাইনি তুমি-আমি,
অতীত এখন চোরের দলে
করছে বিরান ভূমি!

সুন্দরবনে হিংস্র কারা?
প্রাণী কিন্তু নয়,
ছদ্মবেশী মানুষ দেখে
পশু রাজ্যে সংশয়।

সিলেট বলো, লামা বলো
পাহাড় কেটে শেষ,
বনের ছায়ায় সভ্য মানুষ
ওরাই! আছে বেশ।

সময় এখন সভ্য হবার
সময় বৃক্ষ রোপন,
আসছে ধেয়ে আগুন-পানি
নয় কথাটি গোপন।

মেরিল্যান্ড ৬,২০২৪