খবরের কাগজে লিড নিউজ-
'আমি অরিত্রি মুক্তি পেলাম। '
তার পরও সকাল হয়, উঠে ঝলমলে রোদ
ছাপাখানা থেকে সময় পেরিয়ে
কলাপসিপল গেটে কিংবা দরজার শিয়রে
আছড়ে পড়ে সু কিংবা কু -সংবাদের স্তুপ।
তথাকথিত ভদ্রণ সমাজে-
আট তলায় খুন্তির আঘাতে কাবাব হয় শিশু,
সত্তম তলায় তালাবন্ধ পাঁচ বছরের মানবতা
নবম তলায় জয়তুরি হাত বদলায় বাপ্ থেকে ছেলের!!
অন্য তলার খবর থেকে যায় অন্ধকারে ।
ডাস্টবিনের খবর কেউ রাখে না,
পলিথিনে মোড়ানো নব জন্ম কেঁদে বলে-
আমি এসেছি নষ্টা কৃষ্ণ বিবর থেকে!
যে কৃষ্ণ বিবরে হারিয়ে গেছে আমাদের সভ্যতা।
কাঁটা তারের বেড়া টপকে
গরুর বদলে মানবী, মানবীর বদলে অর্থ
অর্থের বিনিময়ে সুখ। বাকিটা কৃষ্ণ বিবর।
তার পরের আলো আসে
কালো থেকে যায় মানবতার জ্ঞাতসারে।
ডিসেম্বর ১২, ২০১৮
সিলভার স্প্রিং