গ্রামখানি ঢেকে আছে সবুজের গাছে;
গাছ-পাখি বলে কথা, বলে ফুল-ফল
মাছ-নদী-জলাধার মিলেমিশে আছে
আলো-রোদের শিশিরে করে ঝলমল;-
কৃষক-এর উঠানে ফসলের খেলা,
হাসি মুখে ধান ভাঙ্গে নব বধু সেজে
বাড়ি বাড়ি নবান্ন উতসবের মেলা
মন মাঝে মঙ্গলের যায় গান বেজে।

নদী বুকে মাঝি ভাই নাও নিয়ে চলে;
ভাটিয়ালি গান বাঁধে নিজ সুর-লয়ে,
জেলে ভাই জাল ফেলে বুক পাতে জলে
দেশ মাতা, ভালোবাসা চলি বুকে বয়ে।
মনে আছে প্রাণে আছে, মুখে আছে গান
দেশহীনা মরুভূমি, দেহ ছাড়া প্রাণ।

০৪/০৭/২০১৪