নাচতে কখনো জানেনা ওরা
উঠান নাকি বাঁকা,
ভালো নাচন দেখলে পরে
করবে ওরা কা-কা!

অধ্যাবসার সিঁড়ি বেয়ে
শেষ প্রান্তে যিনি,
হিংসায় জ্ব'লে হিংসুটেরা
পিছন থেকে টানি।

নিজের মেধা নিজে গড়ি
হয়না কভু ভাগ,
একলা পথে একাই চলি
ওরা দূরে থাক।

ঝগড়া করলে শত্রু বাড়ে
সত্য কথা নহে,
ভালো কাজে শত্রু বাড়ে
বলে দিলাম বাহে!