কবির কলম চুপসে গেছে,
কলমে নাই কালি,
অ-কবিদের মহাকাব্যে
দিচ্ছি হাতে তালি!
শব্দমালায় সহজ লভ্য
বাক্যে বিভ্রান্ত কবি,
এ প্রজন্মের মাথায় আঘাত
মগজ ডুবি ডুবি!
শিখে আসা বানান রাজ্যে
সংশোধনের বেড়া,
পড়তে গিয়ে খাচ্ছে হোঁচট
সংশয় করছে তাড়া!
কি লিখিব-কি বলিব
মাথায় ধাঁধাঁর খেলা,
এসব তর্কে আমের সাথে
যাচ্ছে চলে ছালা!