ভিন্ন মতের ভিন্ন মানুষ
অন্য ঘরে বাস,
দৃষ্টি ভঙ্গির চিন্তা-ধারায়
জাগায় মনে ত্রাস।

হতেই পারো তুমি ভালো,
আমি মূর্খ লোক,
তাই বলে কি মারবে ছুরি
এফোঁড়-ওফোঁড় বুক!

পিতার দর্শন সুপ্ত মনে
কর্ম পরিচয়ে,
ভেঙে দিলে অসির জোড়ে
পরাজয়ের ভয়ে?

ক্রান্তিকালে আমি-তুমি
শত্রু কিন্তু নয়,
শান্ত আছি, তাই ভেবোনা
পেলাম তোমায় ভয়।

মেরিল্যান্ড,আগস্ট  ১৮/২০২৪