(আমি)বুদ্ধ নামে যজ্ঞ করি,
কৃষ্ণ নামে করি গান,
আল্লাহ'র নামে সেজদায় বসি,
যীশু আমার দেহ-প্রাণ।।
ধূসর দিগন্তে নীলাকাশে
শুভ্র মেঘের পালক,
হৃদয়ে এঁকেছি চারটি স্তম্ভে
সোনালী রোদের ঝলক।।
১। কে দিয়েছে নিথর দেহে সময় বেঁধে দেয়া প্রাণ
কে হয়েছেন মানবের কল্যাণে দিবালোকে বলিদান।
আমি খুঁজি তোমায় প্রার্থনা গৃহে, আকাশের সীমানায়,
তোমায় দেখেছি দরিদ্র বেশে বাউলের এক তারায়।
২। আমি পুজো করি, গির্জার গানে, আজানের সুর ধ্বনিতে,
হিংসা নয়-বিদ্বেষ নয়, ভালোবাসায় সিক্ত তোমার বাণীতে।
সাদা কালো নেই ভেদাভেদ, বলে গেছেন ভগবৎ ,
একই মাটিতে যাব মিশে পড়ে রবে মানবের ইমারত।
মেরিল্যান্ড, নভেম্বর ২৫/২৪