ফাটছে বোমা
ম্যানহাটনের পথে
চলছে বিশ্ব
উল্টো মহারথে।

জেরুসালেম
কার?
এতো মাথা ঘামানোর
কি দরকার?

বুদ্ধিজীবীদের মাথা
যাচ্ছে দিনে ক্ষয়ে,
অসভ্যদের আখড়ায়
সভ্যতা পড়ছে নুয়ে।

ধর্মের কল
বাতাসে নড়ে,
ধর্ম নিয়ে সবাই  
বাক যুদ্ধ করে!!!!

ট্রাম্প এবং
উত্তর কোরিয়া
শান্তি দিবে
উড়াইয়া।

জাতি সংঘের
নাকে তেল,
মাথায় ভেঙে
খাচ্ছে বেল!!!

এসো হাসি
এসো ভালোবাসি,
থাকনা আমাদের
যক্ষা কিংবা কাঁশি!!

রোদেলা সকালে
উঠিয়া বলি,
পেপার ও গরম চা
দিয়ে জা-না ফুলি।