বলবে কথা মেপে মেপে
দুঃখ রেখো চেপে চেপে
অকারণে পরের কথায়
যেওনা যেন হটাৎ ক্ষেপে!

মায়ের বাড়ির স্বল্প জমি
পেটের ভিতর গুড়া কৃমি
চাইলে খেতে জোর করিয়া
তবেই হবে রক্তবমি!

পরের নামে বদনাম কর?
চোরের মায়ের গলা বড়
মিথ্যা রাজ্যে বসত বাড়ি 
খুঁটি তো সবই নড়বড়।

হুমকি দিচ্ছ? আছেন মামা!
বাটে ফেলে মারবে বোমা?
আমজনতার পিঠে দেয়াল
ধরলে মেরে; খুলবে জামা!

মেরিল্যান্ড জুন ৬,২০২৪