পাকি গেলো একাত্তোরে
বাকি এলো ফিরে,
ইতিহাসের পাতাগুলো
দিচ্ছে বারে ছিঁড়ে!
স্বাধীনতায় রঙ লেগেছে
সবুজ ধূসর বনে,
যত্নে রাখা "জিন্দাবাদী"
পোষা ছিল মনে!
বজ্রকণ্ঠ আর বাজে না
রুদ্ধ বধির দল,
পোড়া মনে আর খেলে না
শান্ত কোলাহল!
মেঘে ঢাকা নীল আকাশে
ক্ষণিক অন্ধকারে,
সময় হলেই জ্বলবে আলো
আমার তোমার দ্বারে।
মেরিল্যান্ড আগস্ট ১৫/২০২৪