সৃষ্টি কর্তার সৃষ্ট আমি
আমার আছে সব,
ভাল্লাগেনা-কিছুই দেয় না
বৃথাই কলরব।
ঠোঁট পাতলা নাক চেপ্টা
শুধুই অভিযোগ,
অকারণে বিষন্নতা
করছি উপভোগ!
ঠোঁট করেছি ইয়া মোটা
দেহের একি হাল?
কৃত্তিমতায় আনবে ডেকে
তোমার করুণ কাল।
ছেলে হয়ে জন্ম নিলে
মেয়ে সত্ত্বার ভাব,
লিচু গাছে ধরবে লিচু
ধরবে না রে ডাব!
যা দিয়েছেন জন্মদাত্রী
তাতেই থাকো ভালো,
মাটির দেহ যাবে ক্ষয়ে
মনে জ্বালো আলো।
প্রভু দিলেন চক্ষু-লজ্জা
সুস্থ দেহ-মন,
পরিপূর্ণ জীবন চক্রে
আর কি প্রয়োজন?
মেরিল্যান্ড, জুলাই ০২,২০২৪