হাঁটতে গিয়ে হোঁচট খেলাম
শেখা হলো ঢের,
চলতি পথে বলতে গেলে
হবেই তো হেরফের!

দেখার মাঝে ভুল যে হবে
বুঝতে সময় পার,
না দেখে তাই পরের কথায়
নাচছি বারংবার।

যাচাই করতে নাচাই শুধু
কাঁচকে বলি হীরে,
অনভিজ্ঞ হবেই বিজ্ঞ
দেখবে ধীরে ধীরে।

ধাপে ধাপে সিঁড়ি বেয়ে
শিরে যাবে জানি,
সফল মানুষ-বিনয় পুরুষ
শেখার কাছে ঋণী।

মেরিল্যান্ড জুন ১,২০২৪