পুন্যরথে যাবো আমি
ধৌত করতে মন,
পাপভারে দেহে যখন
পুন্য অনুক্ষণ!

সত্যব্রত তীর্থ পথে
বিলাপ ক্ষণে ক্ষণে,
ফেলে আসা সঞ্চিত ধন
সদা মন-ধ্যানে!

মিনার ভূমি ঢিল ছুঁড়িব
শয়তান করতে নাশ,
ফিরে আসে ঢিলগুলি বার
বেরোয় দীর্ঘশ্বাস!

গ্রহণ করি প্রভু তোমায়
ক্ষমার যজ্ঞ শেষে,
হৃদয় দ্বারে বদ্ধ তালায়
হিংসা আছে মিশে।

ক্ষমার বাণী,জ্ঞানী-গুণী
সরল লয়ের গান,
মাটির ঘরে ধনী-গরীব
শিক্ষিত সমান!

স্বর্গ-নরক পরকালে
সত্য কিন্তু নয়,
মন্দ কাজে বন্দি রবে
সত্য কাজে জয়।

মেরিল্যান্ড মে ২৩,২০২৪