(সেন্ট  নিকোলাস উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে)

সময় ধ্বনি দিচ্ছে ডাক শিক্ষা নীলয়ে;
কোন সে ভোরে আলোকিত মধু কুঞ্জনে
জ্ঞানের মশাল লয়ে অসীম বলয়ে,
তারকালোকের উজ্জল শুভ্র মননে।।
স্রোতের টানে ছুটে চলা তব সাগরে,
পলির স্তরের ভাঁজে নতুনের ছাপ,
গভীর থেকে উঠে আসা স্বচ্ছ গতরে,
নব আশা করে খেলা লয়ে সুর্যত্তাপ
গড়িব বিশ্ব সদা জাগ্রত এ অন্তরে।

শতবর্ষ দ্বার আজ দেখ খুলে বার;
দেখি পিছন পানে চেতনার সন্ধানে
মনের গহীনে রোপি সুপ্ত অবতার
ছড়িয়ে পড়ে আজি সুন্দর এ  গগনে।
নতুন শপথ লয়ে যাব ফিরে ঘরে,
তোমার শিক্ষা ছড়াব নতুনের তরে।।

০১/০৯/২০১৫