রাতের তারা ছবি আঁকে
মেঘের গায়ে রঙ,
চাঁদের মেয়ে জোৎস্না রানি
মনে বেজায় ঢং।
জোনাক ভাবে কিসের আলো?
শিশির ভেজা গায়!
প্রেম পিয়াসী হুতুম পেঁচার
নিকষ আঙ্গিনায় !
প্রেম যমুনায় ডুব দিয়েছে
নিশাচরের দল,
জেগে ওঠা ভোরের রবি
বন্ধ কোলাহল।
মেরিল্যান্ড, এপ্রিল ২০,২০২৪