(মিশরের গির্জায় বোমা হামলার নিহতদের উদ্দেশ্যে )

গির্জার ঘন্টার শব্দে জেগে উঠা মানুষ
পুণ্যলাভের অধীর আগ্রহে হোসান্না হোসান্না রবে
এগিয়ে চলেছে ভজনালয়ের শান্ত গৃহে।
বারান্দায় সাজানো খেজুর পাতার স্তোব,
অর্গানের সুরে দন্ডায়মান ঈশ্বরভক্তের আরাধনা
বেদিতে যজ্ঞ নিবেদনের ডালা, পানপাত্র, কমুনিয়ন,বাইবেল
পেছনে যাজকের উৎসর্গের বাণী-
'এই দেখ আমার দেখ ও রক্ত, তোমাদের জন্য আমি যা সমর্পন করলাম।'

হঠাৎ একটি বিকট শব্দ, কোলাহল,আর্তনাদ, আকাশে কালো ধোঁয়া,
বাঁচার তাগিদে করুণ মুখ! পাষন্ডের কষাঘাতে ক্ষত-বিক্ষত মানুষ!
পবিত্র বেদীতে আছড়ে পড়ে জীবন্ত রক্ত-মাংস!
উৎসর্গ হয় সমাপ্ত, নীরবে চেয়ে দেখে ঈশ্বর,
এ কেমন উৎসর্গের ডালা? এ কি মহরমের কারবালা?

ঘরে ঘরে সংঘাত, গ্রামে গ্রামে দলাদলি,
বিশ্ব সংসারে যুদ্ধের দামামা, ধর্মের নাম রক্তগঙ্গা!
শেষ ভরসা উপাসনালয়,সেখানেও মৃত্যুর হাতছানি!!!
মন্দির-মসজিদ-গির্জা জাৰাব দেবে কি?
কে নেবে আশ্রয় তোমার বিশাল বক্ষে?