বাংলা কবিতা আসরের দুই বাংলার কবিদের কবিতা নিয়ে কাব্য গ্রন্থ নবদিগন্ত প্রকাশ করেছে দে’জ পাবলিশার্স কলকাতা। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত এই গ্রন্থের সম্পাদনা করেছেন সুখেন্দু মাইতি। বাংলাদেশ-ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত দুই বাংলার কবিদের সমন্বয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম, মেরিল্যান্ড। ভয়েস অব আমেরিকার সাংবাদিক, সংবাদ বিশ্লেষক জনাব সরকার কবীর উদ্দিন কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
ঠিক একই সময়ে সুবীর কাস্মীর পেরেরা এর এক ঝাঁক সনেট নিয়ে প্রকাশিত কাব্য তরী গ্রন্থের মোড়কও উন্মোচন করা হয়। বনি লিওনার্ড পালমা এর রচনা ও পরিচালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন. জনাব সরকার কবীর উদ্দিন মোড়ক উন্মোচন কালে তার সংক্ষিপ্ত আলোচনায় বলেন, মহান একুশের সাথে বইয়ের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আজকের একুশে উদযাপনের সাথে কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন বিশেষ তাৎপর্য বহন করে। এই সময় তিনি নবদিগন্ত কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা আবৃত্তি করেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানের পাশাপাশি বই বিক্রির ব্যবস্থা করা হয়েছিল। অনুষ্ঠানের পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন, বিপুল এলিট গনছালভেস, বিভাস ফ্রান্সিস রোজারিও, শ্যামল ডি’কস্তা ও ডেনিস ডমিনিক রোজারিও।