(কবি আনিস আহমেদ স্যারের ৪০তম বিবাহ বার্ষিকী)
উঠেছে পূর্ব দিগন্তে নতুন আলোক;
শরতের আকাশে সাদা পালকের গান
উঠান-বেদীমূলে পুষ্পিতার অর্ঘ নিবেদনে
সিক্ত নয়নে, আবেগ হৃদয়ে কোন এক কবি।
বহু দিনের চেনা পথে-
অচেনা গন্ধে পথের দিশারী হয়ে
কোন সে গাঁয়ের মেঠোপথে
কবি-কাব্য এব্ং মাধবীলতা
হেঁটে চলে নব কাব্যাকাশে
রোমাঞ্চিত শুভ ক্ষণে।
আজ-
ফেলে আসা ক্ষণে সাফল্য দ্বারে
আত্মতৃপ্ত কবি ফিরে চায় বারে
সাজানো কাব্যভূমে;
সম্মুখে অপেক্ষার দিনে
যেতে হবে বহুদূর, সঞ্চিতার সনে।
মেরিল্যান্ড, ইউএসএ