একদা বিজনে বসিয়া হিলারী
ধরিল নায়ের পাল,
অথৈ জলে ধর্মের নামে ট্রাম্প
পাতিয়া রাখিছে জাল!!!!
বর্ণবাদের সংজ্ঞা ছাড়ে ক্ষণ
কখনো বিদ্বেষ-বুলি,
কে করিবে ক্ষণে করিবে গ্রহণ
অবিশ্বাস্য মিথ্যাগুলি??????
ট্রাম্পের স্ট্যাম্পে তাকে করে হিলারী
বিজয়সূচক হাসি,
অচল পয়সা আর যে চলে না
হয়ে গেছে সব বাসি!!
হিলারীর হাতে নির্ভেজাল বল
ট্রাম্পের হাতে ভাঙা ব্যাট,
একটি বলেই আউট হলো ট্রাম্প
ছিঁড়ে বর্ণবাদের নেট।
-মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র