(গুলশানে নিহতদের স্মরণে)
আলোক ভুবনের ঈশ্বরের হাতের পরশে
শান্তিপ্রিয় মানুষের বাসযোগ্য এক ভুমে
প্রেত্মাদের আগমন বড্ড বেমানান!
থরে থরে সাজানো বেদীমূলে পুষ্পাঞ্জলী
এশার আযানের এক পশলা মিষ্ট হাওয়া
ঢং ঢং ঘন্টা ধ্বনী, শাখের মাতানো সন্ধ্যা
একটি কুত্সিত আওয়াজে ম্রিয়মান!!
ঐশতত্ত্ব পাওয়ার আদম বাসনায়
মানবতার দূয়ারে অংকিত শকুনের বেনামী
রক্ত শোষিত রক্তচিত্র!!সবম্ভিত শান্তির কবুত!
একি ধর্মান্ধতা? না-কি নরকের খন্ডিত
বিশাল ক্যানভাসের অংশবিশেষ?
অসহায় ঘড়ির কাঁটা ছুটে চলে
পিছনে পড়ে থাকে পুরনো সময়-
মানব মননে প্রশ্নবিদ্ধ আতংক
অজানা পথে মেষশাবকের খন্ড মিছিলে
অগণিত মানুষের পদধ্বনি,
মিথ্যে মানুষের স্বর্গ সুখের অহমিকা
বিন্দুঅমাত্র করেনি বিচলিত।
বন্ধ হোক স্বর্গ বাসনা
খসে পড়ুক আদিমতা-
রক্তনদীর স্রোতে লেখা, এক অ-কবির
নোনা জলে লেখা কবিতা।
০৭/০২/২০১৬
মেরিল্যান্ড